কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার সংযোগ সড়ক সংস্কার এবং সাতাশী বাজার থেকে কলমাকান্দা নাজিরপুর ইউনিয়নে যাতায়াতের রাস্তায় মধুয়াকোণা খালে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের সাতাশী বাজারে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য দেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, চন্ডিগড় ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৩নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আমিনুল রহমান স্বপন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি সাঈদ হোসেন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৪নং ওয়ার্ড আ.লীগ সাধারন সম্পাদক আবুল কালাম সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, এলজিইডির আওতায় দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কটি নতুন করে সংস্কারের জন্য তিনটি প্যাকেজে প্রায় সাড়ে ২৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। যা ২০১৮ সালের ৫ আগস্ট থেকে শুরু করে নির্ধারিত সময়ে এখনো শেষ হয়নি। নির্মাণ শেষ না হতেই নতুন করে অসংখ্য জায়গায় খানাখন্দসহ সড়কটিতে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে করে সড়ক দিয়ে হাজারো মানুষ যান নিয়ে চলাচল করতে পারে না। এম্বুলেন্স করে রোগী নিয়ে যাতায়াতসহ নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেন বক্তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাতাশী বাজার থেকে কলমাকান্দা নাজিরপুর ইউনিয়নের রাস্তায় মধুয়াকোণা খালের কাছে এসে কালভার্ট নির্মাণে দাবিতে ব্যানার নিয়ে একত্রিত হয়ে দাঁড়িয়ে পড়েন এলাকাবাসী।
রাস্তা সংস্কার নিয়ে দুর্গাপুরে এলজিইডির উপজেলা প্রকৌশল মো. আমিনুল ইসলাম মৃধা জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির কাজ ও এলাকাবাসীর নানা অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের কাজ বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহবানের প্রক্রিয়াধীন এবং অচিরেই অসম্পুর্ণ সড়কের দরপত্র আহবান করা হবে।