কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হাজং সম্প্রদায়ের দুইদিন ব্যাপী দেউলী উৎসব-২০২১ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে এ উৎসবের উদ্বোধন করা হয়।
ভার্চুয়াল পদ্ধতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ও নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন কুমার হাজং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান ও বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ অধ্যক্ষ রেভাঃ মনীন্দ্রনাথ মারাক।
এছাড়াও বক্তব্য রাখেন রাশিমনি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজং, আদিবাসী লেখক ও গবেষক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নাচ, গান পরিবেশন করা হয়।