প্রায় সাত ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.কিউ.এম মাহবুব।
মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য ইউজিসির সচিব বরাবর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দেয়ার প্রেক্ষিতে বিকেল ৫.৩০ এর দিকে উপাচার্য দপ্তরের তালা খুলে দেন আন্দোলনরত কর্মচারীরা। এর আগে সকাল ১০.৩০ এর দিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করেছিলেন তারা।
এ বিষয়ে মাস্টার রোল কর্মচারী রিপন গাজী বলেন, “বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইউজিসির নিকট ১৩২ টি কর্মচারীর পদ সৃষ্টির জন্য আবেদন করা হয়েছে। এসকল পদে মাস্টাররোল কর্মচারীদের নিয়োগ দেয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতেই আমরা উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছি।”
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন থাকাকালীন সময়ে প্রায় দেড় শতাধিক মাস্টার রোল কর্মচারীর নিয়োগ প্রদান করেছিলেন। উপাচার্য পদ থেকে নাসিরউদ্দিনের পদত্যাগের পর থেকে দীর্ঘদিন ধরে এসকল কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন।