ঢাকা-১৪ শূন্য আসনের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দলীয় প্রার্থী হিসেবে এড. মো. আবু হানিফকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাসদের নির্বাচনী মনোনয়ন বোর্ডের কাছে তৃণমূল থেকে ৫ জন প্রার্থীর নাম প্রস্তাবাকারে এসেছিল। তারা হলেন নুরুল আকতার, মীর্জা মো. আনোয়ারুল হক, মো. আবু হানিফ, মফিজুর রহমান বাবুল ও শহীদ চিশতী।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মো. আবু হানিফের নাম চূড়ান্ত করেন।
গতকাল রবিবার সকাল ১১টায় মনোনয়ন বোর্ডের সভাপতি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কাছ থেকে এড. মো. আবু হানিফ দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী এবং জাসদের দফতর সম্পাদক মো. সাজ্জাদ হোসেন। এড. মো. আবু হানিফ আগামী ১৫ জুন রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়ন পত্র দাখিল করবেন।