জসিম উদ্দীন, কলমাকান্দা ( নেত্রকোণা) প্রতিনিধি :
কলমাকান্দায় সিদলীতে রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা যুবকরা
দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার না করায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন তারা।
সোমবার (৭ জুন) নেত্রকোণার কলমাকান্দা থানার ৭নং কৈলাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ুয়াপাড়ের বাসিন্দারা কর্দমাক্ত রাস্তায় এ কর্মসূচি পালন করেন।
স্থানীয়রা জানান, কৈলাটি ইউনিয়নের সিদলী টু নাজিরপুর এর মূল সড়কে রাস্তা নতুন সংস্কার হওয়ায় বৃষ্টির পানিতে রাস্তায় চলচলের যোগ্য না হওয়ায়, সংযুক্ত সড়ক বড়ুয়াপাড়, হাড়িগাতি দিয়ে চলাচল করতে হয় । রাস্তাটি দিয়ে কৃষিজ পণ্য পরিবহনসহ প্রায় তিন হাজারের মতো গ্রামবাসী চলাচল করেন নিয়মিত। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য ছোট ছোট যানবাহন নিয়মিত চলাচল করে এই রাস্তা দিয়ে। মাটির রাস্তা হওয়াতে বৃষ্টি হলেই রাস্তায় জায়গায় জায়গায় কর্দমাক্ত হয়ে যায়। এতে করে চলাচলে চরম ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা।
বেনুয়া গ্রামের বাসিন্দাগণ নিউজকে বলেন, বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। কোনো গাড়ি চলাতো দূরে থাক হেঁটে যাওয়াই অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়।রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় প্রতীকী প্রতিবাদস্বরূপ কর্দমাক্ত জায়গাতে কয়েকজন যুবক মিলে ধানের চারা রোপণ করেন বলে তিনি জানান।