আইফোন যে ব্যক্তি নিয়েছে তাকে শনাক্ত করা হয়েছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ছিনতাই হওয়া আইফোন এখনও পাইনি।
আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা জানান।
গত ৩০ মে পরিকল্পনামন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। বিজয় সরণি সিগনালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোনে কথা বলছিলেন। তখন ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।
মঙ্গলবার মোবাইল ফোন ফিরে পাওয়ার ব্যাপারে পরিকল্পনামন্ত্রী জানান, ফোন পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি, আমাদের সেই প্রযুক্তি আছে। যে ব্যক্তি ফোন নিয়েছে তাকে শনাক্ত করা হয়েছে।