আবদুল হান্নান, ভোলা:
ভোলার সদর পৃর্ব ইলিশায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ২জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে ২জন।
আজ শনিবার (৫ই জুন) সকাল ৯টায় ভোলা সদর উপজেলার পৃর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগী গ্রামে পন্ডিতের হাট সংলগ্ন তজু বেপারী বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাড়ীর মালিক আঃ মালেক ও রাজ মিস্ত্রি জসিম।
এদিকে দুর্ঘটনায় আহত হওয়া শাহাবুদ্দিন ও কবির ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত ও নিহতরা ভোলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে রাজ মিস্ত্রি নতুন সেপটিক সেন্টারিং এর কাজ করতে এসে রাজমিস্ত্রি সেপটিক ট্যাংকির ভিতরে নামার সাথে সাথে ঘুরে পরে যায়।
উপরে দাড়িয়ে থাকা ঘরের মালিক আঃমালেক দেখতে পেলে তাকে উদ্ধার করার জন্য নিচে নামলে সেও পরে যায়,
এতে তাদের কোনো সারাশব্দ না পেয়ে
উপরে থাকা আরো ২ জন ডাক চিৎকার দিয়ে তাদের কে উদ্ধার করতে গেলে তারাও পরে যায়।
পরে পুলিশ,ফায়ার সার্ভিসের ও স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত্যু ঘোষণা করেন।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।