কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে আশা মনি (৭) নামে এক শিশু ও বিদ্যুৎপৃষ্টে আলম (২০) নামে আরেক যুবক নিহত হয়েছেন। নিহত আশা মনি উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে আব্দুল আলীর মেয়ে। বিদ্যুস্পৃষ্টে নিহত যুবক আলম রামপুর কাছিয়াকান্দা গ্রামের আ. জলিলের ছেলে।
ধলামূলগাঁও ইউপির চেয়ারম্যান ওমর ফারুক জানান, আজ (শুক্রবার) বিকেল ৪টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে আশা মনি বাড়ির পাশে পুকুরে গরু আনতে যায়। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে শিশুটি ঘটনাস্থলে মারা যায় এবং একই স্থানে মোতালেবের স্ত্রী সেলিনা (৫০) পুকুরে গোসল করতে ছিল। তিনিও বজ্রপাতে গুরুতর আহত হন। ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
এর আগে একই দিন সকালের দিকে উপজেলার কাছিয়াকান্দা গ্রামের আ. জলিলের ছেলে আলম (২০) মৎস্য খামারে সেচের জন্য মটরের সুইচ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট আহত হন। তারই বড় ভাই বিপুল আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষনা করেন।
পূর্বধলা থানার ওসি মো. শিবিরুল ইসলাম পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।