ফিলিস্তিনি ও ইসরায়েল ইস্যুতে উত্তাল আন্তর্জাতিক মহল। এসবের মাঝেও আয়রন ডোমসহ সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে ইসরায়েলকে দ্রুত সময়ের মধ্যে এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এমনটাই আশা করছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার জেরুজালেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সিনিয়র এই রিপাবলিকান সিনেটর বলেন, এই সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে পেন্টাগনের কাছে ১ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব আসবে। মূলত আয়রন ডোমসহ সম্পূর্ণ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে তাদের এই অনুরোধ।
মার্কিন সিনেট বরাদ্দ কমিটির এই সদস্য বর্তমানে ইসরায়েল সফর করছেন। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে সাক্ষাৎ করেন। এই কমিটি বিদেশে সামরিক সহায়তাসহ বিভিন্ন ব্যয় তদারকি করে