ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) রাত ৮টায় অনলাইনে এই আয়োজন করে ইবির জিয়া পরিষদ।
পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর ড. রশীদুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ডা. মোঃ আব্দুল কুদ্দুস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. লুৎফর রহমান ও জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জিয়া পরিষদের সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক। সূচনা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহবায়ক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান খান, ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আলীনূর রহমান, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, জিয়া পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. হাসানাত আলী প্রমুখ।
সভায় বক্তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন। বিশেষত দেশের নানা ক্লান্তিলগ্নে তাঁর নানামুখী কর্মতৎপরতা এবং আর্থ -সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়নে গৃহীত কর্মসূচির ওপর আলোকপাত করেন।