জসিম উদ্দীন, কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সিধলী টু নাজিরপুর রাস্তায় মহিষাশুড়া নামের এলাকায় ভাঙ্গা ব্রিজে ভোগান্তিতে এলাকার মানুষ, এই রাস্তার ব্রীজ ভেঙ্গে যাওয়ার অনেক দিন ধরে তা মেরামত হচ্ছে, তাতে বিপাকে পড়েছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা- এ বিষয়ে
দুঃখ প্রকাশ করেছেন এএসপি, দূর্গাপুর সার্কেল নেত্রকোণা।
এএসপি দূর্গাপুর সার্কেল নেত্রকোণা এর টাইমলাইন থেকে হুবহু তুলে ধরা হলো।
রাস্তার চিত্র-
দুর্গাপুর কলমাকান্দা রাস্তায় যারা নিয়মিত যাতায়াত করে থাকেন, তাদেরকে প্রতিনিয়ত ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।
কলমাকান্দা থানায় যাওয়ার সময় আমি বাসা থেকে সবসময় একটা আতঙ্ক নিয়ে বের হই কখন রাস্তার কোন জায়গায় গাড়ি আটকে যায়।
গত কয়েক দিন আগে নাজিরপুর বাজারের যে অবস্থা ছিল বাধ্য হয়ে লোকজনের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম।
নাজিরপুর বাজারের দিকে যাওয়ার আগে ফোন দিয়ে জেনে নিতাম গাড়ি যেতে পারবে কিনা!!
সবসময় গাড়িতে অস্থিরতা নিয়ে বসে থাকতে হয়। এটা আজকের চিত্র, নাজিরপুর থেকে সিধলী যাওয়ার রাস্তায় এক জায়গার দৃশ্য।
পাশে ছোট ব্রিজ ভাঙ্গা। বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। দুটি লোহার মোটা পাত দিয়ে রাস্তায় গাড়ি পারাপারের ব্যবস্থা।
লোহার পাত দুটো এমনভাবে বসানো ছিল গাড়ি পারাপার সম্ভব হচ্ছিল না। লোকজন ডেকে নিয়ে এসে পাত ঠিক করে গাড়ি পার করতে হয়েছে।আন্তরিক ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের সাহায্য করেছেন।
উপজেলা কৈলাটি ইউনিয়নের সিধলী টু নাজিরপুর মহিষাশুড়া সড়কের এই ব্রীজটা দীর্ঘ দিন ধরে খাদে পরিণতি হয়েছিল, তাতে কাজও শুরু হয়েছিল কিছুদিন আগে বৃষ্টি কারণে বিভিন্ন ধরণের গাড়ি পাড়াপাড় হতে পারে না বলে জানা যায়