আরিফুর রহমান, নলছিটি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. মনিরুজ্জামান তালুকদার (খোকন) খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার(৩১ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি ২১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে প্রথমে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগাদান করেন। পরবর্তীতে চরফ্যশনের এসিল্যান্ড, মুলাদীর ইউএনও, বরিশাল সিটি কর্পোরেশন এর সচিব, কুমিল্লার এডিসি, দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব, ২০১৯ সালের ২৩ জুন মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের হিসেবে যোগদান করেন । প্রশাসন ক্যাডারে চাকরির পূর্বেও তিনি ২০ তম বিসিএসএ সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন এবং এর আগে পূবালী ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার ছিলেন।