কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বজ্রপাতের ঘটনায় ইকবাল হোসেন (২৪) নামে বালু শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেন ইউএনও।
এরআগে দুপুর ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোরালী নামক স্থানে সোমেশ্বরী নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ইকবাল উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।
জানা যায়, ইকবাল হোসেন ও তার বড় ভাইসহ ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) করে দুর্গাপুর থেকে বালু নিয়ে জারিয়া আসেন। তারা নিজেরই নৌকার মাঝি ও বালু শ্রমিক। সেখানে বালু বিক্রি করে ফেরার পথে দুপুর ২টার দিকে সোমেশ্বরী নদীর গোরালী নামক এলাকায় পৌঁছলে বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে নিহতের বড় ভাই ট্রলারের ইঞ্জিনের ছাদের নিচে ছিলেন এবং ইকবাল বাহিরে থাকায় বজ্রপাতে নিহত হন। পরে ইকবালের মৃতদেহ তার বড় ভাই স্থানীয়দের সহায়তায় বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতে বাড়িতে ছুটে যান।
দুর্গপুরের ইউএনও মো. রাজিব উল আহসান জানান, মৃতদেহ দাফনের কাজ সম্পন্ন করার জন্যে নিহতের পরিবারের হাতে ২০ হাজার টাকার সহায়তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করার কথা জানান দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম।