তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ঝড়ে কবলে পড়ে নৌকা চালক মো. হারিছ মিয়া (২৪) নিখোঁজ রয়েছেন।
সোমবার (৩১ মে) সকাল আটটার দিকে বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।
মোঃ হারিছ মিয়া উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন বড়ঘোফ টিলার নুর ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, যাদুকাটা নদীতে বারেক টিলা থেকে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন স্থানে মানুষ পারাপার করে আসছিল হারিস মিয়া। যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে প্রবল স্রোত থাকার পরেও আজ সকালে লাউড়েরগড় এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে বারকটিলায় আসার সময় যাদুকাটা নদীর মধ্যে গেলেই প্রচণ্ড বাতাস শুরু হলে নৌকায় থাকা হারিসও তার সহযোগী সাত্তারসহ আরও দুইজন নৌকা উলটে যাওয়া উপক্রম হলে নদীতে ঝাঁপ দেয় তারা। পরে সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও হারিস মিয়া এখনও নিখোঁজ রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিখোঁজের সহকারী সাত্তার মিয়া।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার জানান, উক্ত ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকেও জানানো হয়েছে।