তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার তুলসীঘাট নদী রক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় তুলসীঘাট নিমতলী হোটেল সংলগ্ন চত্বরে তুলসীঘাট নদী রক্ষা কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ হারুন অর রশিদ হারুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাইবান্ধা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এমারুল ইসলাম সাবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড আশরাফ আলী মন্ডল, এ্যাড রেজওয়ান সরকার, এ্যাড ইস্তেকুর রহমান সরকার।আরো বক্তব্য রাখেন, সনজিৎ কুমার সাহা, সাইফুল ইসলাম মেম্বার, রাজা মিয়া মেম্বার, মাহবুবুর রহমান, নুর মোহাম্মদ প্রিন্স, আলহাজ্ব আংগুর মিয়া, একাব্বর হোসেন, শাহিন সরকার প্রমুখ।
সঞ্চালনা করেন গোলাম রসুল মৃধা রুবেল। আলোচনা সভায় ব্ক্তারা বলেন এই নদীটি আজ থেকে কয়েক শত বছরের পুরাতন কিন্তু কালের পরিবর্তনে আজ মরা নদীতে পরিণত হয়েছে, এক সময় এই নদী দিয়ে বড় বড় নৌকা চলতো এই তুলসীঘাটে নৌকা লোড আনলোড হতো কিন্তু আজ তা অতীত মাত্র। বক্তারা আরো বলেন একটি কুচক্রী মহল এই নদীটির বেশ কিছু জায়গায় দখল নিয়েছে এবং বাকিটা নেওয়ার পায়তারা করছে তাই এখনি সময় নদীটি রক্ষা করার।