কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় গরু চুরি মামলায় পিকআপ ভ্যান চালক মো. আলমগীরকে (২০) একদিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতে পাঠালে আদালত তাকে জেলে প্রেরণ করেছেন এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
মো. আলমগীর জেলার কলমাকান্দা উপজেলায় কৃষ্টপুর গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে। তিনি জব্দকৃত পিকআপ ভ্যানের চালক।
নেত্রকোনা মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার আলমগীরকে রিমান্ডে আনা হয়েছিল এবং রিমান্ড শেষে আজ (শুক্রবার) বিকেল আদালতে পাঠালে আদালত তাকে জেলে প্রেরণ করেন। রিমান্ডে সে দুজনসহ আরও কয়েকজনের নাম বলেছে।
জেলার বারহাট্টা উপজেলায় দুধকুড়া গ্রামের মৃত আলাউদ্দিনে ছেলে মো. লিটন মিয়া (৪২), সদর উপজেলার নরেন্দ্রনগর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে সাংবাদিক পরিচয়দানকারী মো. নুরুল হুদা (৩০) সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দকৃত পিকআপ ভ্যানের মালিকানা জানার জন্য ঢাকা বিআরটিএ অফিসে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, কথিত সাংবাদিক নুরুল হুদা দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পরিচয় প্রদান করে থাকেন।
এরআগে গত বুধবার (২৬ মে) সদর উপজেলার কালিয়া গাবরাগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. নূর মিয়ার স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৪০) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৪ মে (সোমবার) দিনগত রাতে কোন এক সময় আম্বিয়া বেগমের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি হয়। মঙ্গলবার ৮টার দিকে তিনি জানতে পারেন সদর উপজেলার বোবাহালা মোড়ে তিনটি গরুসহ পিকআপ ভ্যান আটক করেছে স্থানীয়রা। আম্বিয়া বেগম এসে গরুগুলো নিজের বলে সনাক্ত করেন।
স্থানীয়রা খবর দিলে পুলিশ পিকভ্যানসহ চালককে আটক এবং গরুগুলো মালিকের জিম্মায় দিয়ে দেয়।