জসিম উদ্দীন (কলমাকান্দা) নেত্রকোণা :
কলমাকান্দা সদর ইউনিয়নের ষ্টেডিয়াম রোড সড়কের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ও রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দকে পরিণত হয়েছে, যার ফলে প্রতিদিন এই ব্যাটারি চালিত অটো উল্টে আহত হচ্ছে অনেক মানুষ। এমনকি উপজেলর বেশ কিছু রাস্তা দেখে বোঝার উপায় নেই যে কোনটা পাকা আর কোনটা কাঁচা রাস্তা। আর এই কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পাড়েছে ঐ সকল রাস্তাগুলো। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটারসহ নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে এই উপজেলার হাজার হাজার মানুষের। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ষ্টেডিয়াম রোড, চানপুর মোড়,, স্কুল রোড, সহ মেইন রোড, যাবার একমাত্র রাস্তাগুলোর কাপের্টিং উঠে গিয়ে ছোট বড় খানা খন্দকে পরিণত হয়েছে। এমনকি রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের মাধ্যম , ব্যাটারিচালিত অটো, মিশুক, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে।
এ বিষয়ে সেচ্ছাসেবক রাফি জানান, এই রাস্তাটি প্রায় ১০ বছর আগে রাস্তাটি নির্মাণ হয়েছিল, দীঘদিন থেকে রাস্তা সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে সময়মতো গন্তবস্থলে পৌঁছাতে পারেন না।
এবিষয়ে স্থানীয়রা জানান উপজেলার জয় বাংলা মোড় থেকে কাঠমহল পর্যন্ত কয়েক বছর ধরে রাস্তাগুলো সংষ্কার না করায় খানাখন্দকে পরিণত হয়েছে সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে, আমাদের দাবি জরুরি ভিত্তিতে বড় বড় খানাখন্দক ও ভেঙে যাওয়া রাস্তাগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন