নিজস্ব প্রতিনিধি :-
নেত্রকোণার কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ভল্লমের আঘাতে আব্দুল কাদির (৪৫) নামে এক বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বুধবার (২৬ মে) বিকাল ৩টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির উপজেলার নয়ানগর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ৬ জনকে আটক করেছে পুলিশ।
আসামীদের আটক করে থানায় নিয়ে আসার পথে পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল,রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।