তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষন রাখায় গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে খাবার ও ঔষধের দোকান সহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৫ মে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন “গাইবান্ধা রসমালাই” মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৩হাজার টাকা, ৩৮ ধারা অনুযায়ী স্বর্ণা ষ্টোরকে ৫শ টাকা অপরদিকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ করায় ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী শহরের নতুন ব্রীজ সংলগ্ন রাইসা ফার্মেসিকে ২হাজার ৫শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক এম আব্দুস সালাম তালুকদার। এসময় তিনি জানান, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদপ্তর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে সদা তৎপর ।তাই এ ধরনের ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে ।