ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তেলআবিব সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সঙ্গে কথা বলেছেন ব্লিনকেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এ অঞ্চল সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।
সফরকালে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
তিনি সংঘাত নিরসন ও ইসরায়েল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার ব্যাপারে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এ ছাড়া তিনি পশ্চিমতীরের রামাল্লা এলাকা পরিদর্শন করবেন।
সূত্র: আরব নিউজ