কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৬ ফুট লম্বা উদ্ধার করা অজগরটিকে অবমুক্ত করা হয়েছে। প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা প্রশাসনের সহায়তায় সোমবার (২৪ মে) দুপুুরের দিকে সদর ইউনিয়নের গোপালপুর পাহাড়ে অবমুক্ত করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমার নেতৃত্বে অবমুক্তির সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রানি সম্পদ বিভাগের ভেটেনারী ডা. মাহাবুব উদ্দিন।
গত রবিবার রাতে উপজেলার আগাড় গ্রামের দিনমজুর আমীন খান জাল নিয়ে মাছ ধরতে বের হন। আগাড় মসজিদের পেছনে ডোবাতে জাল ফেলেন তিনি। তার ফেলা জালে প্রায় ৬ ফুট লম্বা অজগরটি আটকা পড়ে যায়। পরে তিনি দিনগত রাত ১টার দিকে সাপটিকে উদ্ধার করে বাড়িতে এনে ড্রামের ভেতর রাখেন।
আজ (সোমবার) সকালে অজগর আটকের খবর ছড়িয়ে পড়লে দিনমজুরের বাড়িতে ভিড় করেন গ্রামবাসীরা। পরে স্থানীয়রা উপজেলা প্রসাশনকে অজগর আটকের খবর দেয়। সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের দিকে গোপলপুর পাহাড়ে অবমুক্ত করেন প্রশাসন।