কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাহাড়ী মহাদেও নদীতে ডুবে আকাশ (৭) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ওই নদী থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
নিহত আকাশ উপজেলার রংছাতি ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। ঈদের পরে আকাশ তার মার সাথে একই ইউনিয়নের পার্শ্ববতী গ্রাম কুলিয়ারাজনগর পানেশ্বরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং বাড়ির পেছনে নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত আকাশের নানী হাসিনা বেগম জানান, বাড়িতে মেহমান থাকায় রান্না কাজে ব্যস্ত ছিলাম। নাতি আকাশ ও তার সমবয়সি দুই সহোদর মামা আনিস (৮) ও হৃদয় (১১) এদের সাথে দুপুরে বাড়ির পেছনে মহাদেও নদীতে গোসল করতে গিয়েছিল। নদীর চরে দুই মামার সাথে খেলারত অবস্থায় আশপাশের অনেকে দেখতে পেয়েছে। আকাশ দুই মামার সাথে খেলা করার সময় তাদের অজান্তে নিখোঁজ হয়। তাকে না পেয়ে তার দুই মামা বাড়িতে এসে নিখোঁজের বিষয়টি জানায়।
পরে নদীতে কুনি জাল ফেলে ও আশপাশের লোকজন নদীতে নেমে আকাশকে উদ্ধারে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। স্থানীয়রা আমার নাতিকে উদ্ধার করলে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ীতে করে হাসপাতালে নিয়ে যায়।
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত ডা. সুমাইয়া আক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
কলামাকান্দা থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে। এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।