কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নিকট আত্মীয়-পরিজনহীন হাজেরা বেগম চরম দারিদ্র্যের কষাঘাতে অতি কষ্টে দিন অতিবাহিত করছিলেন। এই অবস্থায় তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মোবাইলে ফোন দিয়ে তার দুরাবস্থার কথা জানান।
তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করেন প্রতিমন্ত্রী এবং বৃহস্পতিবার (২০ মে) দুপুরে আর্থিক সহায়তার চেক নিয়ে হাজেরা বেগমের বাড়িতে উপস্থিত হন সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
নেত্রকোনা সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামে ওই নারীর হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের ৩০ হাজার টাকার চেক নিজ হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।
পরে প্রতিমন্ত্রী স্থানীয় এলাকাবাসীর খোঁজখবর নেন। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বয়স্ক ভাতা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।