জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি বলেন, তার দেশের সামরিক বাহনীকে আধুনিকায়নের কাজে অতীতের চেয়ে অবশ্যই গতি বাড়াতে হবে। চীনের সামরিক শক্তিতে মোকাবেলা করতে হলে জাপানকে এই ব্যবস্থা নিতে হবে।
জাপানের দৈনিক পত্রিকা নিকি’কে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার তার ওই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। এতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীনের সামরিক শক্তি বছর বছর বেড়েই চলেছে। এ অবস্থায় আমাদেরকে অবশ্যই ভিন্ন রকম গতিতে সামরিক শক্তি বাড়াতে হবে। সাম্প্রতিককালে চীন মহাকাশ, সাইবার ও ইলেক্ট্রোম্যাগনেটিক খাতে বিপুল অর্থ ব্যয় করছে।
জাপানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাপানের চারপাশের নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে এবং অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে আমাদের জনগণকে রক্ষার জন্য সামরিক খাতে সঠিকভাবে বরাদ্দ দিতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাংবিধানিকভাবে জাপান সামরিক শক্তি খুবই সীমিত করে ফেলেছে। মাঝেমধ্যে সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা নেয়া হলে অভ্যন্তরীণভাবে তা প্রতিবাদের মুখে পড়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জাপান সামরিক শক্তি বাড়ানোর কিছু পদক্ষেপ নিয়েছে।
সূত্র: পার্সটুডে ও ফ্রান্স ২৪।