স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে পশ্চিমবাজার এলাকায় মুসলিম তৌহিদী জনতা ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনীর নৃশংস আক্রমণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বারহাট্টা মনাস কেবি ফাজিল মাদ্রাসার প্রভাষক মোস্তফা কামাল, কলমাকান্দা ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আলী উসমান যুক্তিবাদী, ঈমান আব্দুল্লাহ হক ও সাংবাদিক জহিরুল ইসলাম মামুন।
সাংবাদিক জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় মানববন্ধন শেষে বিশ্বশান্তি ও মুসলিমদের কল্যান কামনায় দোয়া মোনাজাত করা হয়।