ফিলিস্তিনের ‘শূকরদের’ হত্যা করার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও পোস্ট করার পর এক ইন্দোনেশিয়ান দারোয়ান দেশটির সাইবার আইন লঙ্ঘনের জন্য সর্বাধিক ছয় বছরের কারাদণ্ডের মুখোমুখি হচ্ছেন।
২৭ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার শতকরা প্রায় ৮৭ ভাগই মুসলিম।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ফিলিস্তিনের কট্টর সমর্থক এবং ওই ক্লিপটি দ্রুত দেশটির পুলিশের নজরে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে- ‘সন্দেহভাজন ব্যক্তি ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে অনুচিত বক্তব্য দিয়ে অপবাদজনক টিকটক তৈরি করেছে’ বলে ইন্দোনেশিয়ার পুলিশ এক বিবৃতিতে বলেছে।
অন্যদিকে ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৩ বছর বয়সী ওই ব্যক্তি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং এখন তিনি বলছেন যে ‘ইসরাইল’ এর জায়গায় ভুলবশত তিনি ‘ফিলিস্তিন’ বলে ফেলেছিলেন।
সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গাজায় ইসরাইলি সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গেলো শনিবারই তিনি এক টুইট বার্তায় ইসরাইলের প্রতি আগ্রাসন বন্ধ করতে আহ্বান জানিয়েছেন।