কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় বজ্রপাতের তিন উপজেলায় সাতজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে পৌনে ৩টার দিকে বজ্রপাত হলে জেলার খালিয়াজুরীতে তিনজন, মদন ও কেন্দুয়া উপজেলায় দুইজন করে আরও চারজনের নিহত হয়েছেন
নেত্রকোনার পুলিশ সুপার সাতজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। নিহতেরা সকলে ক্ষেতে কৃষি কাজ করছিলেন বলে জানা গেছে।
নিহতেরা হলেন, খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে বিপুল মিয়া (২৮) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির (২৮)। এ উপজেলায় আহতেরা হলেন, গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের মামুন মিয়া (৩২) জয়াদ মিয়া (৪২) আতিকুল (৩২) শফিকুল (৩০) ও আবুল মিয়া (৩৫) তারা গুরুতর আহত হয়। আহতদের মদন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দুয়া উপজেলায় পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের মো. ফজলুরর রহমান (৫৫) নিহত হয়েছেন।
মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো শরীফ (১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯) নিহত হয়েছেন।
মদন উপজেলায় বজ্রপাতে পশ্চিম ফতেপুর গ্রামের রবিন (১৫) ও রুমান (১৮) এবং বাস্তা গ্রামের ভিক্ষু মিয়ার স্ত্রী কনা (৪৫) ও চন্দন মিয়ার স্ত্রী সুরমা আক্তার আহত হয়ে মদন হাসপাতালে ভর্তি হয়েছেন পুলিশসহ স্থানীয় বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী মঙ্গলবার বিকেলে বজ্রপাতে সাতজন নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।