কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় সড়ত অতিক্রমের সময় ড্রাম ট্রাকের ধাক্কায় হাবিবা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. নুরুদ্দীনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে হাবিবা তার মা’র সাথে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একপাশ থেকে আরেক পাশ অতিক্রম করছিল। এসময় ওই সড়কের শান্তিরপুর এলাকায় শ্যামগঞ্জগামী মাঝারী আকারের ড্রাম ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় শিশুটি ছিটকে পড়ে। পরে শিশুটির মা’র ডাক-চিৎকারে স্থানীয়রা এসে মৃত অবস্থায় উদ্ধার করে হাবিবাকে।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।