কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : করোনা মহামারীতে ঈদ উপলক্ষে নেত্রকোনায় বেদে পল্লীতে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার চল্লিশা বাজার সংলগ্ন রাজেন্দ্রপুর বেদে পল্লীতে শিশুদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার টাকা এবং দুধ, চিনি, সুজি সেমাই, চিনিগুড়া চাল, ডাল, নুডুলস্ , চিপস্ ও সাবানসহ এসকল সমাগ্রীর প্যাকেট বিতরণ করেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এছাড়াও পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌর শহরে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় দরিদ্র শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রীও বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার প্রমুখ।