কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নেত্রকোনার ঐহিত্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শতাধিক হত দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহ্জাহান কবীর সাজু, সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
				 
				 
								
 
								