আইপিএল স্থগিত হয়ে গেছে, পূর্ব নির্ধারিত সময়ের আগেই বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। অংশ নেবেন আসন্ন শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজ, তাদের দেশে ফেরার পর কোয়ারেন্টাইন প্রক্রিয়া জানতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জানতে চাওয়া হয়েছিল যেহেতু আইপিএলে জৈব সুরক্ষিত প্রটোকলের মধ্যেই ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান, তাই তাদের কোয়ারেন্টাইনের ক্ষেত্রে ছাড় দেওয়া যায় কি-না। তবে স্বাস্থ্য অধিদপ্তর পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন, দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই থাকবে হবে দুজনকে।
তবে ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সেই দেশ থেকে ফেরা সকলের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ম করে দিয়েছে সরকার, সেই বিষয়ে তাদের অবস্থানও বেশ কঠোর। সেটা প্রমাণ করেছেন সাকিব ও মুস্তাফিজের কোয়ারেন্টাইনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে, দেশে দুই তারকা ক্রিকেটারকেও মেনে চলতে হবে কঠোর নিয়ম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম মঙ্গলবার বলেন, “আমরা বলেছি, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা করা যাবে না। এ বিষয়ে কেবিনেটের অর্ডার আছে, এটা করতে হবে। কেউ যদি এরপরও চলে যায়, এটা তার দায়িত্বে যাবে। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলা আছে। বিষয়টি আমরা তাদের জানিয়ে দেব।”
দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনই শুধু নয়, বাংলাদেশে প্রবেশ করতে প্রয়োজন হবে আরটিপিসিআর নেগেটিভ টেস্ট সার্টিফিকেট। ভারতের সাথে বিমান চলাচল বন্ধ থাকায় স্থলবন্দর দিয়েই দেশে ফিরতে হবে সাকিব ও মুস্তাফিজকে, দেশে ফিরে সরকারের নির্ধারিত হোটেলে নিজস্ব খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।