মহামারী করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে কমছে রোগীদের চাপ। কেউ আসছেন টিকা নিতে, কেউ আসছেন কোভিড পরীক্ষা করাতে।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অনেকটা কমে এসেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে করে রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে কমেছে রোগীদের চাপ।
কঠোর বিধি নিষেধের কারণে আক্রান্তের হার অনেকটা কমে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে, করোনা মহামারী থেকে সুরক্ষা পেতে আজও অনেকে এসেছেন টিকা নিতে। তবে যারা আগে প্রথম ডোজ নিয়েছে তারাই এসেছেন দ্বিতীয় ডোজ নিতে। এছাড়া, করোনার উপসর্গ নিয়ে আজো অনেকে এসেছেন কোভিড টেস্ট করাতে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়