ভারতের কর্নাটক রাজ্যের চামারাজনগর জেলা হাসপাতালে অক্সিজেন সংকটে ২৪ রোগীর মৃত্যু হয়েছে। এই ২৪ জনের মধ্যে ২৩ জনই করোনা চিকিৎসার জন্য হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।
গত ২ মে রাত ১২টা থেকে ভোর ২টার মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় তাদের মৃত্যু হয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা এ ঘটনা কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমা দিতে হবে
হাসপাতালটিতে ১৪৪ রোগী চিকিৎসাধীন। লোকেশ নামের একজন বলছিলেন, ‘আমার ছেলে ৭৫% সেরে উঠেছিল। যদি অক্সিজেন সিলিন্ডার থাকত তবে তাকে বাঁচানো যেত।
রাজনা নামের আরেক আত্মীয় জানান, মধ্যরাতে তার ভাগ্নি তাকে কল দেন। রাত ১২ টার দিকে আমাকে ফোন করে জানায়, কোনও অক্সিজেন নেই। দয়া করে দেখুন, কিছু করা যায় কি না। আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি, তখন তারা আমাদের কাউকেই প্রবেশ করতে দেয়নি। আমরা যখন আবার ফোন করি, তখন কোনো উত্তর আসেনি। তার মানে, তখন অক্সিজেনের অভাবে সে মারা যায়।’
করোনা শুরুর পর থেকে চামারাজনগর জেলায় মোট ১১ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এক টুইটে এ ঘটনা তুলে ধরে ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনা মোকাবিলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপের সমালোচনা করেছেন।
সূত্র: এনডিটিভি