করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ একই শর্তে আগামী ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ।মঙ্গলবার (২০ এপিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
করোনাভাইরাসের সংক্রমণরোধে এর আগে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের সর্বাত্মক লকডাউন বিধিনিষেধ শুরু হয়। সেই মেয়াদ শেষ হবে আগামীকাল বুধবার মধ্যরাতে। তবে করোনা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। ৎ
এ কারণে রোববার (১৮ এপ্রিল) ৩১তম সভায় সংক্রমণরোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। লকডাউনের মেয়াদ বাড়াতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেখানে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়।
দ্যা মেইল বিডি/খবর সবসময়