আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পরও থেমে নেই জল্পনা-কল্পনা। প্রয়াত এই তারকার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানে কিছুদিন আগে অভিযোগ করেন, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে অপহরণ করা হয়েছিল। তার অভিযোগের তীর ছিল ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলার দিকে।
এবার সেই মোরলার দাবি, ম্যারাডোনাকে অপহরণ করেছিলেন এই ফুটবল কিংবদন্তির দুই মেয়ে!
ক্লদিয়া ভিল্লাফানের গর্ভে জন্ম নেয় ম্যারাডোনার দুই কন্যা দালমা ও জিয়ানিন্না। এই দুই মেয়ের বিরুদ্ধেই অভিযোগের তীর মোরলার।
তিনি দাবি করছেন, মৃত্যুর আগে ১ কোটি ৮০ লাখ ডলারের লোভে দুই কন্যা তার বাবাকে অপহরণ করেছিলেন।
মোরলা বলেন, ‘মৃত্যুর আগে বোন লিলির কাছে থাকতেন ম্যারাডোনা। সেই সময় তার দুই কন্যাও তার কাছে চলে আসেন। তবে তার কাছে আসার অন্য উদ্দেশ্য ছিল। টাকার জন্য দুই মেয়ে রোজ ঝগড়া করতেন ম্যারাডোনার সঙ্গে।’
মোরলা আরও বলেন, ‘২০১৪ সালের জুনে দুই মেয়ের ক্রেডিট কার্ড নিয়ে নেওয়ার পর তারা আমাকে পছন্দ করে না। তারা ম্যারাডোনাকে ত্যাগ করেছিল। নিঃসঙ্গ অবস্থায় ম্যারাডোনা মারা গেল।’