কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে জনসাধারণের পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে সুলভ মূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম, মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্ম এসোসিয়েশন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর, ডেইরি উন্নয়ন প্রকল্প ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র কর্মসূচির উদ্বোধন হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মনোরঞ্জন ধর, জেলা পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের সভাপতি আবদুস সোবহান খান, নেত্রকোনা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফয়সাল সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।