লোকমান হাফিজ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সতিগ্রামের মো. কবির আহমদের পুত্র মো. সেলিম উদ্দিন (২৯)কে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সতিগ্রামের হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।থানার এসআই লিটন রায় ও এসআই মাসুম আলমসহ সঙ্গীও ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত সেলিম আহমদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একাধিক চুরি এবং ডাকাতি মামলা রয়েছে (গোয়াইনঘাট থানার মামলা নং-১৪(১১)১৯)। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশনায় সিলেট জেলায় চুরি, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ প্রবণতা প্রতিরোধে চিহ্নিত ডাকাত ও তাদের গ্যাং লিডারদের বিরুদ্ধে ডিবিসহ থানা পুলিশ সাড়াশি অভিযান শুরু করে।
যার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাট উপজেলার চিহ্নিত ডাকাত সর্দার সেলিম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।