ছোটবেলায় এই তেল বেশ পছন্দ করতাম। তখন নারকেল তেলের বিজ্ঞাপন বলতে এই ব্রান্ডকেই বুঝতাম। অবশেষে সেই তেলেরই শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হলাম। ভাবতেই ভালো লাগছে ছোটবেলায় যেটার ভক্ত ছিলাম, এখন তারই শুভেচ্ছা দূত।
এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি লালবাগ হাঁস মার্কা গন্ধরাজ নারিকেল তেলের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই লাস্যময়ী। এই পণ্যের যাবতীয় প্রমোশনাল ইভেন্ট ও বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
উল্লেখ্য, ঢাকাই ছবির আলোচিত এই নায়িকাকে চলচ্চিত্রের ব্যস্ততার পাশাপাশি বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের ব্র্যান্ড এম্বাসেডর হতে দেখা যায়। বর্তমানে তিনি বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত। এছাড়াও পরী অভিনীত একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। গেল ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার ‘স্ফুলিঙ্গ’ ছবিটি।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন