রিকশা চালাতে ভালোবাসেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে গোটা ভারতে দিদিকে ইলেকট্রিক স্কুটি চালাতে দেখেছে মানুষ। কিন্তু মমতা যে রিক্শা চালাতে ভালোবাসেন একথা কে জানতো!
বৃহস্পতিবার মমতা নিজেই সে কথা জানিয়েছেন। এদিন বলাগড়ে তিনি বলেন, আমি মনোরঞ্জনের মতো রিক্সা চালাতে ভালোবাসি।
হুগলির বলাগড় কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী দলিত সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য মানুষ মনোরঞ্জন ব্যাপারী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাহিত্য ক্ষেত্রে তার উপস্থিতি অনেকদিন ধরেই উল্লেখ্য। এক
সময় পেটের দায়ে রিকশা চালাতেন মনোরঞ্জন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তিনি এসেছিলেন রিকশা বই বেঁধে নিয়ে।