খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্বাধীনতা উদ্যান থেকে সামাজিক দূরত্ব মেনে একটি র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ র্যালীতে অংশগ্রহন করেন।
র্যালী শেষে জাটকা সংরক্ষণে প্রচারাভিযানের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি।
এসময় বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ সবুর হোসেন, সদস্য সচিব শেখ সেলিনা ভানু সেলি, উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সদর উপজেলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, বাগেরহাট পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শিশির দাসসহ আরও অনেকে উপস্তিত ছিলেন। পরে শহীদ মিনার চত্বরে এক পথসভা অণুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত অতিথিরা জাটকা সংরক্ষণের গুরুত্বসহ নানা বিষয়ে বক্তব্য দেন।
বাগেরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি বলেন, আজ থেকে জাটকা সংরক্ষন সপ্তাহ শুরু হল। ১০ এপ্রিল এই সংরক্ষন সপ্তাহ শেষ হবে। এর মধ্যে কেউ যদি জাটকা আহরণ করার চেষ্টা করেন তাহলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।
এছাড়াও জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে জেলে পল্লীতে আলোচনা সভা, ভিডিও ও প্রামান্যচিত্র প্রদর্শন, হাট-বাজারে অভিযান, জাটকা সংরক্ষনে উদ্বুদ্ধকরণ সমাবেশ, পথ নাটক, আঞ্চলিক সংগীত, লোক সংগীত পরিবেশনসহ নানা আয়োজন রয়েছে।