প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো ফের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে।
আজ বৃহস্পতিবার সংসদে তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধে সহায়তার আহ্বান জানিয়েছেন।