ফরহাদ খোন্দকার (ফেনী প্রতিনিধি) :
মঙ্গলবার বিকেলে শহরের তাকিয়া রোডের একটি ভবনের তৃতীয় তলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূণ্য চন্দ্র মুৎসুদ্দী জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গুদামে শাহী টয় ট্রেডার্স প্রতিষ্ঠানের শিশুদের খেলনা, সুরুজ ইলেকট্রিক্সের বৈদ্যুতিক সামগ্রী, সোহেল ক্রোকারিজ প্রতিষ্ঠানের প্লাস্টিক জাতীয় মালামাল মজুদ ছিল জানিয়ে তিনি বলেন, এজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।
আগুনে ক্ষতিগ্রস্ত ‘শাহী টয় ট্রেডার্স’ মালিক ফিরোজ ভূইয়া জানান, শহরের তাকিয়া রোডের এক ভবনের তৃতীয় তলার তাদের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের গুদামেও ছড়িয়ে পড়ে।
তিনি বলছেন, আগুনে তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।