টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাথে সদর হাসপাতালের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজটি ঝুঁকিপূর্ণ ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। নাগরপুর শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দীর্ঘদিনের পুরাতন ব্রিজটি ভারী যানবাহন চলাচলের ফলে প্লাষ্টার খশে পড়ে দেবে গিয়েছে। যোগাযোগ ও দূর্ঘটনার হুমকিতে রয়েছে আজ প্রায় ১ সপ্তাহ। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত নতুন ব্রিজ নির্মান ও বিকল্প রাস্তার ব্যবস্থা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান বলেন, নতুন ব্রিজ নির্মান সময় সাপেক্ষ। তবে এই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment