নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যদের সহায়তায় পালানো হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
কারাগার থেকে পালানোর দুদিন পর, গত ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৪ ও র্যাব-১২ এর যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যতারাটি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর তিন ছেলে আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) এবং জাকিরুল ইসলাম (২৮)।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ৭ ডিসেম্বর তারাকান্দা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-০৪) আসামি ছিলেন তারা। এ মামলায় গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে র্যাব তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
পরবর্তীতে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে জেল কর্তৃপক্ষের কিছু অসাধু সদস্যের যোগসাজশে এই তিন ভাই কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
বিষয়টি র্যাবের নজরে এলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ (সিপিএসসি) এবং র্যাব-১২ (সিপিসি-৩, টাঙ্গাইল)-এর দুটি চৌকস দল গত ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, রাষ্ট্রের যেকোনো সংকটময় মুহূর্তে তারা জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত পলাতক আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
