নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পৌরশহরের অন্যতম শিশু বিদ্যাপীঠ ‘দি চাইল্ড প্রিপারেটরী স্কুল’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী নানা আনন্দময় আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে ক্ষুদে শিক্ষার্থীরা মোট ২০টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেয়। শিশুদের দৌড়, বিস্কুট দৌড় ও বুদ্ধিবৃত্তিক বিভিন্ন খেলাধুলায় মুখর ছিল পুরো মাঠ। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও অনুষ্ঠানটিকে একটি পারিবারিক মিলনমেলায় রূপ দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবী মজুমদার-এর সভাপতিত্বে এবং শিক্ষক দীপা রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব পন্ডিত, শিক্ষার্থী অভিভাবক তাজুল ইসলাম, আনোয়ার হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শিশুদের শৈশবকে আনন্দময় করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। বইয়ের পড়ার পাশাপাশি মাঠের এই শিক্ষা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।”
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
