নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ২১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ মো. নুরুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় যমুনা পূর্ব সেতু থানাধীন ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ডের পাকা রাস্তায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন নুরুল ইসলামকে আটক করে তল্লাশি চালায় র্যাব সদস্যরা।
এসময় তার পরহিত জুতোর ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদক ছাড়াও নুরুল ইসলামের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক হাজার ৬১০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের যমুনা পূর্ব সেতু থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
