স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) এই চার উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এলাকা। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খাঁন। আজ বেলা ৩টায় সুনামগঞ্জ জামায়াতে ইসলামীর কার্যালয়ে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি বলেন-একটি চক্র আমাদের সুনামগঞ্জ-১ আসন নিয়ে ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্দেশনা নিয়েই মাঠে কাজ করছি। গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে শতভাগ যাওয়ার চেষ্টা করছি। বিভ্রান্ত চড়িয়ে লাভ হবে না।
জামায়াতে ইসলামী কোন দিন টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল না, ভবিষৎতেও থাকবে না। তাই জামায়াতে ইসলামকে এই আসন থেকে ঠেকানো যাবে না। এই আসনকে স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষনের মধ্য দিয়ে উম্মুক্ত রাখা হয়েছে। তিনি আরো বলেন-জুলাই বিপ্লবের পূর্বে জামায়াতে ইসলামী নির্যাতিত ছিল।
তারপরও আমরা জনগণের সাথে ছিলাম, এখনও আছি, ভবিষৎতেও থাকবো। সুনামগঞ্জ-১ আসন সিলেট বিভাগের মধ্যে একটি অন্যতম আসন। এই আসন থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় করে। এখানে রয়েছে শুল্ক ষ্টেশন, বালু, পাথর,কোয়ারী সহ পর্যটনের জন্য বিখ্যাত জায়গা নিলাদ্রী, টেকেরঘাট, শিমুলবাগান। এই আসনের সুষম উন্নয়ন বাস্তবায়ন করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দীর্ঘ ৫৪ বছর এখান থেকে লুটপাট করা হয়েছে।
এখন সময়ের দাবী আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। তিনি বলেন-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুষম উন্নয়ন, মৌলিক চাহিদা পূরনে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কঠোর হবেন বলে জাানান।
জুলাই সনদ বাস্তাবায়নে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার মধ্য দিয়ে তিনি তার বিজয় নিশ্চিত করবেন বলে ্আশাবাদী। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দীন, অ্যড. মহসীন রেজা মানিক
