নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় নির্বাচনী নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন ও বিশেষ মহড়া পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য- সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, অস্থায়ী আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রিহাম আয়মান, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমিয়ত আলী।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী সাংবাদিকদের জানান, একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি বলেন, “আমরা কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। যেসব কেন্দ্রে সামান্য ত্রুটি বা অসম্পূর্ণ কাজ রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ ধরনের তৎপরতা ও মহড়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
