গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়েজনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে । (২৫ জানুয়ারি) রবিবার রাত ৮:৩০ মিনিটে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মটর বাস শ্রমিক সভাপতি আশরাফুল আলম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, আনিসুজ্জামান খান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম টিটুল।
এ্যড, কাজী আমিনুল ইসলাম ফকুসহ জেলা ও সদর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিনের অবহেলিত জনগোষ্ঠীর জন্য গাইবান্ধা কেন্দ্রীয় বাসটার্মিনাল থাকলে কোন উন্নয়ন থেকে বঞ্চিত। ১২ তারিখে ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিকদের নতুন টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান। প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতা,ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু বলেন,আল্লাহ যদি আমাকে প্রার্থী নির্বাচিত করেন। তাহলে ক্লিন ইমেজের যাঁরা আছেন তাদের নিয়ে আগামীর গাইবান্ধা গঠন করা হবে।
