নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে নির্বাচনী মাঠে নেমেছেন স্থানীয় আইনজীবীরা।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে এ প্রচারণা চালানো হয়।
উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা প্রচারণা চলাকালীন দুর্গাপুর আইনজীবী সমিতির সদস্যরা শিবগঞ্জ বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় অ্যাডভোকেট এম এ জিন্নাহ বলেন, ”ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্য না হয়েও ব্যক্তিগত উদ্যোগে অত্র এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা নজিরবিহীন। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করা অপরিহার্য।”
দুর্গাপুর আইনজীবী সমিতির অনেক সংখ্যক সদস্য নির্বাচনী এই প্রচারণায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট শাহনেওয়াজ আকঞ্জি, অ্যাড. শহীদুল ইসলাম রেনু, অ্যাড. অরবিন্দ শেখর রায়, অ্যাড. সুরঞ্জন দাস, অ্যাড. হায়াতুল ইসলাম জুয়েল, অ্যাড. হোসনে আরা শিউলি, অ্যাড. রোজিনা আক্তার মিম, শিক্ষানবিশ আইনজীবী মো. আব্দুল আহাদসহ আরও অনেকে।
আইনজীবীরা জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে তারা পাড়ায় পাড়ায় এই প্রচারণা অব্যাহত রাখবেন।
